অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে জাগ্রত নাগরিক কমিটির (জানাক) উদ্যোগে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
তথ্য অধিকার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে’র সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক ও জানাক’র উপদেষ্টা মোতাহার হোসাইন। জানাক’র সদস্য উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী অধ্যাপক মশিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। #
আপনার মূল্যবান মতামত দিন: