মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধা তকব্বর এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ১৭:০৫

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ১৭:০৫

ফাইল ফটো

যশোরের মনিরামপুরের ঝাঁপা গ্রামের মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কাদের বিশ্বাস (তকব্বর) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সকালে ঝাঁপা গ্রামের চাকলারবেড় জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তার মরদেহে পুষ্প অর্পন করেন। এ সময় মনিরামপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর আলম এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জানাজা নামাযে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন,ছদর উদ্দিন ,অনটু,রজব আলী, মোমিনুর রহমান,কওসার আহমেদ,সুবান আলী, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম, মৎস্য অফিসার ইস্রাফিল হোসেন জানাযায় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও ৩ পুত্র ও ১ কন‍্যা সন্তান রেখে গেছেন। পরে ঝাঁপা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: