
মণিরামপুর( যশোর) সংবাদদাতা।।
মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে গত বৃহস্পতিবার 10 টায় মুক্তিযুদ্ধের গল্প ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আফরোজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করেন সাবেক মনিরামপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জনাব আলাউদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে জনাব ইকবাল হোসেন। তারা ১৯৭১ সালের রনাঙ্গনে যোদ্ধাদের বীরত্ব গাঁথা গল্প মালা ছাত্রীদের মাঝে উপস্হাপন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক এম আলাউদ্দিন, মিজানুর রহমান ও বাবুল আক্তার। সব শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহঃ অধ্যাপক জনাব বোরহান উদ্দিন জাকির।

আপনার মূল্যবান মতামত দিন: