কেশবপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ১২ জুন ২০২৪ ২৩:৪০

অলিয়ার রহমান
প্রকাশিত: ১২ জুন ২০২৪ ২৩:৪০

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে একদিনব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কর্মশালায় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সভাপতি ও দলনেতা উপস্থিত ছিলেন। #




আপনার মূল্যবান মতামত দিন: