সিমাখালি হাই স্কুলের যৌক্তিক দাবি মেনে নিলেন প্রশাসন

রাশেদ রেজা বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৭

রাশেদ রেজা বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৭

দৈনিক সমসাময়িক ছবি।।

 

সিমাখালি হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষক এবং ছাত্র জনতা স্কুলের খেলার মাঠে গরু হাট অপসারণের জন্য এক দফা দাবিতে আজ সকাল ১১ টা থেকে যশোর মাগুরা অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় বেলা ১ টার দিকে শালিখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের উত্থাপিত দাবি মেনে নিয়ে গরুহাট অপসারণের জন্য দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী।

সূত্রমতে, অনেকদিন যাবত বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয়ার পরও খেলার মাঠে গরুহাটা অপসারণ করার যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থী ও ছাত্র-জনতা মিলে আজ অবরোধের ডাক দেয়, স্কুলের শিক্ষার্থী এবং ছাত্র-জনতা পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করা হবে।

ছাত্র জনতার এমন দাবির মুখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একমাত্র দাবিটি পূরণ করেন এবং আগামীতে অন্যত্র গরুহাটের ব্যবস্থা করার মধ্য দিয়ে অবরোধ টি শেষ হয়।

অবরোধের কারণে যশোর মাগুরা মাহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয় অবরোধ উঠিয়ে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: