
যশোর মাগুরা মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড ভর্তি ট্রাক (যশোর ট-১১৬০৫১) যশোরের উদ্দেশ্যে যাওয়ার সময় আনুমানিক ভোর পাঁচটায় বন্দবিলা ইউনিয়নের সাদিপুর কদমতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো চালকের হেলপারের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকটির চালক আরিজুল (৩০) ঘটনাস্থলে মারা যায়, আশংকাজনক অবস্থায় হেল্পার মনিরুল ইসলাম (৪০) কে উদ্ধার করে বাঘারপাড়া ফায়ার সার্ভিস এর একটি চৌকস দল যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা যায়।
এদিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পতিত ট্রাকটি প্রায় ১০ ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুর্ঘটনায় পতিত ট্র্যাক টি উদ্ধার করেন ফায়ার সার্ভিস দল।
উক্ত উদ্ধার কার্যক্রমটি বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও যশোর ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল পরিচালনা করেন।
বাঘারপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়দের একটি ফোন পেয়ে আমরা দ্রুত দূর্ঘটনা স্থলে পৌঁছায়, এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকটির হেল্পার মনিরুল কে উদ্ধার করি পরে আমরা ও যশোর ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১০ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ট্র্যাকটি উদ্ধার করি, লাশ ও ট্র্যাকটি এখন পুলিশ হেফাজতে আছে।

আপনার মূল্যবান মতামত দিন: