
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার ৩রা এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অভিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় সুষ্ঠুভাবে বিনামূল্যে চাল বিতারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের সার্বিক ব্যবস্থাপনায় ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে প্রায় ৬০০০ হাজার জনগণের মধ্যে উক্ত চাউল বিতরণ করা হয়।
এ সময় ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন বিশ্বাস, ১ নং ওয়ার্ডের মেম্বার বাবর আলী বাবুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুঠোফোনে ১ নং ওয়ার্ডের মেম্বার বাবর আলী বাবু সংবাদ মাধ্যমকে জানান,
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের সার্বিক ব্যবস্থাপনায় আজ আমার ১নং ওয়ার্ডে প্রায় এক হাজার সাধারণ জনগরের ভেতর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয় পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের আরো ৫ হাজার জনগণের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়, শুধু আজকে নয় আগামীকালও উক্ত চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন: