
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলার বাগদা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবার্চিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক আব্দুল মোমিন।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষে এক সভা আহবান করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মোঃ গোলাম মোর্তজা। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুরন্নাহার ডলি, শিক্ষক হোসনে আরা, সালমা খাতুনসহ সকল অভিভাবক বৃন্দ। এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শিক্ষক ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল মোমিনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সদস্য সচীব নুরুন্নাহার ডলি, মোছাঃ ফতেমা আক্তার, মোঃ গোলাম মোর্তজা, মোঃ মহিউদ্দীন বুলবুল, মোঃ আজাহারুল ইসলাম, মোছাঃ আরিফা খাতুন, মোছাঃ তানিয়া খাতুন, মোঃ আব্দুল গণি ও হোসনে আরাকে সদস্য করে ৩ বছরের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: