
মোঃ শাহ্ জালাল।।
নির্বাচন আসলেই গ্রামবাসীরা তাদের সমার্থ অনুযায়ী ও হাঁস-মুরগির ডিম বিক্রি করে পাঁচ দশ টাকা করে দান করেন প্রনব কুমার বিশ্বাসকে মেম্বর নির্বাচন করার জন্য। কিন্তু কেন, কে এই প্রনব, কেন বা মানুষ তাকে এতো ভালোবাসে?? যেখানে নির্বাচন করতে কেউ করে লাখ লাখ টাকা ব্যয় সেখানে এমন ঘটনা শুনা মানেই চোখ আকাশে উঠার কথা বা খানিকটা অবাস্তব মনে হতে পারে। কিন্তু না এমন ঘটনা ঘটে আসছে ২০১১ সাল থেকে যশোরের মণিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। ৯ নং ওয়ার্ডটি মূলত কুচলিয়া,নেবুগাতী,দিগংগা গ্রাম নিয়ে গঠিত। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৫শত প্লাস যার পুরুষ ভোটার ১২শত এবং নারী ভোটার ১৩ শত প্লাস।




আপনার মূল্যবান মতামত দিন: