গুরুতর অসুস্থ স্বামীর সুস্থতায় দোয়া চাইলেন স্ত্রী- শামছুন্নাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১০:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১০:০২

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  দৈনিক সমসাময়িক ডেস্ক।। জনপ্রিয় অনলাইন নিউজ দৈনিক সমসাময়িক এর সাহিত্য পাতার নিয়মিত লেখক মনিরামপুরে মেয়ে ও গৃহবধূ কবি- শামসুন্নাহার এর স্বামী গুরুত্ব অসুস্থ তার সুস্থতা কামনায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সকালে কাছে দোয়া প্রার্থনা করে একটি পোষ্ট লিখেছেন- (হুবহু) মানুষটা গুরুতর অসুস্থ,গত রাতে তাঁকে যশোর হাসপাতালে নেওয়া হয়, সেখানে সীটের ব্যবস্হা না হওয়ায় ঐ রাতেই তাঁকে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সকলের কাছে আমার এই আপন মানুষটির জন্য দোয়া প্রা্র্থী। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ্ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: