
গন্তব্য অজানা এমরান মাহমুদ প্রত্যয়
মাথার উপরে গাঢ় নীল আকাশ স্থুল দেহ নিয়ে মিথ্যে বেঁচে থাকা, ক্ষুধাতুর লাঞ্ছিত দুটি চোখ সব স্বপ্ন সব মিথ্যে। চলার পথে অন্তহীন বাঁধা পথে প্রান্তরে লালসার ছোবল ধর্ষিত পথ ধর্ষিত আমরা ধর্ষিত বিবেক- লুটিয়ে পড়া মৃত প্রায় অস্তিত্ব। দৃষ্টিতে ঘৃণা হৃদয়ে আঘাতের চিহ্ন চেনা পথে..... গন্তব্য অজানা।

আপনার মূল্যবান মতামত দিন: