যশোরে খুনি মামলার আসামি সাব্বির খুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১ ১৭:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১ ১৭:২১

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক খুন হয়েছেন। রোববার দুপুরে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকা প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই ঘটনা ঘটে। নিহত সাব্বির (২০) ওই এলাকার আকবর আলীর ছেলে। স্থানীয়রা বলছেন, গত ২২ জুলাই রাতে শহরের ছোটনের মোড়ে শাওন ওরফে টুনি শাওন নামে একজন খুন হন। সাব্বির ওই হত্যা মামলার আসামি। শাওন হত্যাকা-ের পর সাব্বির পালিয়ে ঢাকা চলে যান। সম্প্রতি তিনি যশোরে আসেন। টুনি হত্যার জের ধরে প্রতিপক্ষরা সাব্বিরকে হত্যা করেছে। স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, গত পৌরসভা নির্বাচনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের ওরফে হিটার নয়নের বিপক্ষে অবস্থান নেন সাব্বির। এজন্যে প্রতিপক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে একই এলাকার আকবর ও সাব্বির স্থানীয় মাইদুলের হাজী ইজিবাইক গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একাধিক মামলার আসামি মুছা, সুইটি, রায়হানসহ অজ্ঞাত আরো কয়েকজন এসে সাব্বির ও আকবারকে ডেকে নিয়ে যায়। এসময় ছুরিকাঘাত করলে সাব্বির পড়ে যান। সাথে সাথে আকবার দৌঁড়ে পালিয়ে যান। তখন সন্ত্রাসীরা সাব্বিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, কয়েক যুবক সাব্বিরকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিমউদ্দিন জানান, দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার শরীর রক্তাক্ত ছিল, কোথায় কোথায় আঘাত বুঝার উপায় ছিল না। ওই অবস্থায় হাসপাতালে ভর্তি নেয়া হয়। দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। তার বুকের বামপাশে একটি, ডান পাশে তিনটি ও তলপেটের ডান পাশে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সাব্বিরের ভাই রাব্বি হোসেন দাবি করেন, সাব্বির ঢাকায় একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। সেখানে নাগরিক সনদপত্রের প্রয়োজন হওয়ায় তিনি বাড়ি আসেন। বাস টার্মিনাল এলাকায় তার পিতার ছোট একটি খাবারের হোটেল রয়েছে। সেখানে তিনি বসেছিলেন। এসময় এলাকার সুইট নামে এক যুবক তাকে ডেকে পাশের একটি মাঠে নিয়ে যান। সেখানে মুসা নামে অপর একজন তাকে চাকু মারেন। মুসার সাথে আরো ৪/৫ জন সন্ত্রাসী ছিল। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, গত পৌরসভা নির্বাচনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের বিপক্ষে অবস্থান নেন সাব্বির। এজন্যে প্রতিপক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিলো। এছাড়া ছোটনের মোড়ে গত ২২ জুলাই রাতে শাওন ওরফে টুনি শাওনের হত্যার জের ধরে এই হত্যাকা-ের ঘটনাও ঘটতে পারে। সাব্বির শাওন ওরফে টুনি শাওন হত্যা মামলার আসামি। শাওন হত্যাকা-ের পর সাব্বির পালিয়ে ঢাকা চলে যান। যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের জন্যে অভিযান শুরু করেছে।


আপনার মূল্যবান মতামত দিন: