মণিরামপুরের আতঙ্কিত জনপদ থেকে ককটেল, দা, হকিস্টিক ও জিআই পাইপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১ ১৯:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১ ১৯:২৬

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরের মণিরামপুরে পরিত্যক্ত টায়ারের ভিতর থেকে ককটেল, দা, হকিস্টিক ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত পহেলা ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বর্তমান সময়ের আতঙ্কিত জনপদ ১২ নং শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারের উত্তর মাথায় পরিত্যক্ত টায়ারের ভিতর থেকে সাতটি ককটেল, তিনটি দা, তিনটি হকিস্টিক ও চারটি জিআই পাইপ উদ্ধার করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। এর আগে সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা টায়ারের মধ্যে বোমা ও দা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মণিরামপুর থানার এসআই আব্দুল হান্নান বলেন, ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্থানীয় জনসাধারণের দাবী সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে সহিংসতা ও আতঙ্ক দিন দিন বেড়েই চলছে। ২৭ নভেম্বর ভোটের আগের রাত থেকে বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ হচ্ছে এলাকায়। ভোট শেষ হয়ে গেলেও থেলে নেই মারামারি, ভাঙচুর, হামলার ভয়ভীতি প্রদর্শন। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ইউনিয়নের শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন গত ২৮ নভেম্বর নির্বাচনের রাত থেকে ভোট শুরুর আগ পর্যন্ত ইউনিয়নের পাড়দিয়া এলাকায় কমপক্ষে ২৫টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকজনের বাড়ি ঘর ভাঙচুর ও চাঁদা দাবী করা হয়েছে। এবং নির্বাচন কে ঘিরে প্রায় শতাধিক আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী মারপিটের শিকার হয়ে অনেক হাসপাতালে গেছেন। তবে এসব ঘটনায় থানায় কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি। শ্যামকুড় এলাকার মেহেদী হাসান দুপুর ১২.৩৯ মিনিটে কপোতাক্ষ নিউজ নামের একটি ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ ভিডিও'তে এসে সরাসরি ভিডিও প্রকাশ করে পুলিশের এই উদ্ধার অভিযানের। এসময় ভিডিও তে দেখা য়ার পরিত্যক্ত টায়ারের ভিতর থেকে ককটেল, দা, হকিস্টিক ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। বিশেষ এক সাক্ষাতকারে মেহেদী হাসান বলেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামকুড় হাইস্কুলের সামনে থেমে থেমে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুজন লোক মোটরসাইকেলে চড়ে এ এলাকায় এসে বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যান বলে জানান এই যুবক। ইউনিয়নের বিভিন্ন সহিংসতা ও পরিত্যক্ত টায়ারের ভিতর থেকে ককটেল, দা, হকিস্টিক ও জিআই পাইপ উদ্ধারের বিষয়ে কথা বলার জন্য সাবেক ও বর্তমান চেয়ারম্যান এর সাথে একধিকবার ফোনে যোগাযোগ করলেও ফোনে পাওয়া যায়নি কাউকে। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।


আপনার মূল্যবান মতামত দিন: