
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে নিজ বাড়িতে নিয়ে বেঁধে রেখে ফাতেমা খাতুন (৩৮) নামে এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরে ওই নারী অজ্ঞান হয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ পুলিশ অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের অর্থে তুষ্ট হয়ে মামলা না নিয়ে থানার এসআই ইব্রাহিম হোসেন হুমকি-ধামকি দিয়ে সাধারণ ডায়েরি নিয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি। ফাতেমা খাতুন উপজেলার জয়পুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। অভিযোগে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার স্বজনরা বাড়িতে না থাকার সুযোগে ফাতেমা খাতুনকে একই গ্রামের হাসান আলী (৪০), মোবারক হোসেন (৫০), কাশেম আলী (৪৭), নিজাম হোসেনসহ (৩৮) কয়েকজন মিলে মারপিট করে। এ সময় ফাতেমাকে টানতে টানতে কাশেমের বাড়িতে নিয়ে মারপিট করে পেয়ারাগাছে বেঁধে রাখা হয়। একপর্যায় ফাতেমা জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীসহ গ্রামের অনেকেই কাশেমের বাড়িতে আসেন। রাজমিস্ত্রির কাজ শেষে ফাতেমার ছেলে বাড়িতে এসে দেখতে পান কাশেমের বাড়িতে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। এ সময় মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে গেলে তাকেও মারতে তাড়া করা হয়। প্রাণভয়ে থানায় এসে পুলিশকে খবর দেন। এ সময় থানার এসআই ইব্রাহিম হোসেনসহ ৪ পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফাতেমার স্বজনরা ওই দিন থানায় মামলা করতে চাইলে এসআই ইব্রাহিম হোসেন চিকিৎসার পর মামলা দায়েরের পরামর্শ দেন। তিন দিন পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে ফাতেমা ও তার স্বামী রবিউল ইসলাম থানায় মামলার জন্য গেলে তাদের মামলা না করার জন্য চাপ দেন এসআই ইব্রাহিম হোসেন। একপর্যায় হুমকি-ধামকি দিয়ে জোর করে জিডি করানো হয়। ফাতেমার স্বামী রবিউল ইসলাম জানান, বাড়ির গেটে তালা দিয়ে তার স্ত্রীকে মারপিট করা হয়। এ ঘটনা গ্রামের সবাই জানেন। তার স্ত্রীকে মারপিটের ঘটনার রাতে ঘটনার সঙ্গে জড়িত ইব্রাহিম হোসেন, কাশেম ও হাসানকে থানায় ডেকে আনা হয়। ওই রাতেই তাদের কাছ থেকে মোটা অঙ্কে তুষ্ট হয়ে তাদের মামলা নেওয়া হয়নি বলে তার অভিযোগ। জানতে চাইলে এসআই ইব্রাহিম হোসেন টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর শরীরে মারপিটের দাগ না থাকায় মামলা নেওয়া হয়নি। বিস্তারিত ওসি বলতে পারবেন। থানার ওসি নুর-ই আলম সিদ্দিকী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।

আপনার মূল্যবান মতামত দিন: