
যশোর প্রতিনিধি।।
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। জানাযায় যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা'র সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ ইকরামুল হক সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর বিশেষ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার ব্রিজ সংলগ্ন স্বর্ণ পট্রির সামনে পাঁকা রাস্তার উপর হতে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটি ট্রাক সহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিরা হলেন ঝিকরগাছা নাভারণ ইউনিয়নের মৃত সিরাজ মিয়া ছেলে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পদক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কামরুজ্জামান (৩০), একই ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে মোঃ ইমামুল হোসেন (২৫) (শাহাজান ফিলিং স্টেশনের পিছনে জাওলা পাড়া) এবং মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে সোহাগ পারভেজ (২৮)। থানা সূত্র জানাগেছ গত ৮ নভেম্বর এ সংক্রান্ত বিষয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে-২০১৮ সালের ৩৬(১) এর ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছে, মামলা নং-০৫। গ্রেফতার কৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: