শার্শায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১ ১৬:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১ ১৬:২৪

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ মর্জিনা খাতুন(৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত মর্জিনা বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী। ২৯ অক্টোবর (শুক্রবার) দুপুরে উপজেলার বাগআঁচড়ার গোগা- সাতমাইলগামী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজাসহ মর্জিনাকে গ্রেফতার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়া সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: