খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ১৭:২৮

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ) বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা।। খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ১৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ০৭.৫৫ টার সময় রূপসা থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ জনৈক হালিম শেখ (৪০), পিতা- বেল্লাল শেখ, মাতা- মৃত হালিমা বেগম এর বসত বাড়ির উঠানে থেকে আসামী ১। মোঃ হালিম শেখ (৪০), পিতা- বেল্লাল শেখ, মাতা-মৃত হালিমা বেগম, সাং-রামনগর, থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তী আসামী সর্বমোট (২০০+১০০)=৩০০ (তিনশত) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ১৮/১০/২০২১ইং ০৮.১০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬, তারিখ- ১৮/১০/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।উল্লেখ্য যে, আসামী হালিম শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: