গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা, আটক- ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১ ১৩:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১ ১৩:৪৬

ছবি সমসাময়িক

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রকাশ্য দিবালোকে মো. স্বপন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই পাতানো মামা আরিফ হোসেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত মো. আরিফ হোসেন (২৪) কে আটক করেছে। ধৃত আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে গিয়ে ঘাতক আরিফ হোসেন থানায় আত্মসমার্পন করেন। পুলিশ ঘটনার স্থলে এসে লাশ উদ্ধার করে। গজারিয়া থানার তদন্ত ওসি মো তানভীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: