
কে.এম আলী।।
যশোররের শার্শা উপজেলার স্বামীর পরকীয়া প্রেমের কথা জেনে ফেলায় লাবনী (২১) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মৃত লাবনী একই জেলার মনিরামপুর উপজেলার কাঠালতলা গ্রামের সবুজ আলী গাজীর মেয়ে।
জানা গেছে, লাবনীর সাথে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের হাজীপাড়ায় সফিকুল ইসলাম(শফি'র) ছেলে ইমামুল ইসলামের সাথে ৫ বছর পূূর্বে বিবাহ হয় তাদের ২ বৎসর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে।
৩১ জুলাই (শনিবার) রাতে খাওয়া শেষে স্বামীর ফোন দেখতে গিয়ে স্থানীয় একটি মেয়ের সাথে পরকীয়া প্রেম আলাপের একটি অডিও রেকর্ডিং পায় লাবনী। পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী লাবনীকে মারধর কররে শুরু করে এ সময় স্বামীর আঘাতে গৃহবধূ লাবনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী উধাও রয়েছে বলেও জানান এলাকাবাসী।
মৃত লাবনীর ভাই সোহেল বলেন, এর আগেও বিভিন্ন সময়ে যৌতুকের জন্য লাবনীকে মারধর করতো ইমামুল। সে নেশাগ্রস্ত চরিত্রহীন একটা ছেলে পাশের একটা মেয়ের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এজন্যই আমার বোনকে হত্যা করা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভুইয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে ।
শার্শা থানার ওসি বদরুল আলম খাঁন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় একটা দাগ দেখা গেছে, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরিস্কার হবে।

আপনার মূল্যবান মতামত দিন: