এলোপাতাড়ি ছুরিকাঘাত যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২১ ০৪:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২১ ০৪:৪০

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি:

যশোর কোতোয়ালি থানা এলাকার শংকরপুরে শাওন ওরফে টুনি (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত শাওন যশোর শহরের শঙ্করপুর জমাদ্দার পাড়া এলাকার হালিম মুন্সির ছেলে। গতকাল ২২ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০:৩০ টার দিকে শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ১০:৩০ টার দিকে শংকরপুরে ছোটনের মোড় এলাকার একটি গলির ভেতর চার-পাঁচ দুর্বৃত্ত শাওনকে ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে মোড়ের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির কার্যালয়ে ঢুকে পড়লে সেখানেও দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় রাত ১১.০০ টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করে। ডাঃ সালাহউদ্দিন স্বপন বলেন, হাসপাতালে আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার বিষয়ে স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কী কারণে তাকে হত্যা করেছে- পুলিশ তা উদ্ঘাটনের চেষ্টা করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: