টঙ্গীতে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২১ ১৪:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২১ ১৪:৪৯

ছবি সমসাময়িক
  মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক শরিয়তপুর সদরের নড়িয়া এলাকার মৃত মোহর ব্যাপারির ছেলে মানিক ব্যাপারি (৩৫)। সে নিজেকে সি এন এন বাংলা টিভির ক্রাইম রিপোর্টার হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ টঙ্গীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় এ ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃত মানিককে জেল হাজতে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম জানান, গতরাত ৯ টার দিকে টঙ্গীর খাঁ-পাড়া রোডের আশামণি পার্কের সামনে থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: