শিশুকন্যা যৌন নিপীড়ন: ১৩ দিন অতিবাহিত হলেও আটক হয়নি আসামী বারীক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মে ২০২১ ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে ২০২১ ১৪:৪৭

ছবি সমসাময়িক
রাশেদ আলী, মণিরামপুর (যশোর): অবুঝ ৬ বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়নের ঘটনায় ১৩ দিন অতিবাহিত হলেও এখনো আটক হয়নি আসামী বারিক। জানা যায়, মনিরামপুরের হরিহরনগর গ্রামের ধনাঢ্য আব্দুল বারিক সম্প্রতি ব্যাপক আলোচিত-সমালোচিত হয়ে উঠেছে। সেটি হলো একটি বিকৃত রুচির যৌন কামনা চরিতার্থ করার চেষ্টার ঘটনায়। কিন্তু এই বয়স্ক আব্দুল বারিক ছয় বছরের এক শিশুকে ঘরের ভিতরে নিয়ে যৌন কামনা মেটানোর চেষ্টা করে। যৌন নিপীড়নের শিকার শিশুটি এমন স্বীকারোক্তি থানা পুলিশকে দিয়েছে ঠিক তেমনি আদালতে বিচারকের সামনে জবানবন্দিতে একই কথা বলেছে। গত ২৬ এপ্রিল সকালে এই আব্দুল বারিক তার প্রতিবেশী শিশু শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে নিয়ে ঘরের ভিতরে যায় এরপর বিকৃত মানসিকতার বয়স্ক ব্যক্তি শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় ওইদিনই শিশুটির পিতা মাতা এবং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ও আব্দুল বারিকের পক্ষে প্রভাবশালীরা অবস্থান নেয়ায় ঘটনাটি সঠিক তদন্তের জন্য মনিরামপুর থানার ওসি, সহকারী পুলিশ সুপার সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা সরেজমিনে আসেন। পুলিশ কর্মকর্তারা তাদের কৌশল অনুযায়ী ওই শিশুকে ভিন্নভিন্ন ভাবে জিজ্ঞাসা করলেও প্রত্যেকবার একই কথা বলেছে। সার্বিক বিষয় বিবেচনা করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানায় মামলা রেকর্ড করা হয়। যার মামলা নম্বর ১৫। ২৮ এপ্রিল ভিকটিমকে আদালতে বিচারকের সামনে হাজির করা হলে জবানবন্দিতে মেয়েটি একই কথা বলে। তবে এই মামলার আসামী আলোচিত বারিক এখনো আটক হয়নি। অবশ্য তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি কোন ক্ষমতাধরের কথায় অথবা অন্য কোন কারণে যেন আব্দুল বারীক আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। আর সবচেয়ে বড় দাবি অনতিবিলম্বে এই লম্পটকে আটক করা হোক।


আপনার মূল্যবান মতামত দিন: