মণিরামপুরে উৎকোচ নিয়ে ধর্ষণ কারীর রক্ষার চেষ্টা: জেলা অফিসে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১ ১৫:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১ ১৫:৫৯

ছবি সমসাময়িক
  রাশেদ আলী (যশোর)।। যশোর মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে ধর্ষণ মামলার আসামীর পক্ষে আদালতে ঢালোয়া প্রতিবেদন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে জেলা সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম তাবাছুম সুইটি। অভিযোগকারী মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের শেখ আব্দুল লতিফের কন্যা তাবাসসুম সুইটি জানাই, ফেসবুকে প্রেম সম্পর্ক করে বাগেরহাট জেলার চিতলমারী থানার বাবুল হোসেনের ছেলে শাকিব খান (পুলিশ কনস্টেবল) এর সাথে আমার বিয়ে হয়। ঘর সংসার চলে গেলে আমার স্বামী শাকিব খান বিভিন্ন সময় চাকরির প্রমোশনের কথা বলে আমার পিতার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বারবার টাকা চাওয়ার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে শাকিব খান অতি গোপনে ৫-৯-২০২০ তারিখে স্ত্রীকে তালাক প্রদান করেন। তার পরেও গত ২৫-৯-২০ ইং তারিখে স্ত্রী তাবাচ্ছুমের বাড়িতে আসেন স্বামী শাকিব খান। এবং স্ত্রীর সাথে মিলিত হন। সাকিব খান চলে যাওয়ার সময় গোলযোগের এক পর্যায় তালাক দেওয়ার বিষয়টি উঠে আসে। তাবাচ্ছুম সুইটি তালাকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোন উপায় না পেয়ে শাকিব খান আসামি করে যশোর বিজ্ঞ জুডিশিয়াল আমলি আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং ১৩/২১। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের উপর। ওই কর্মকর্তা তদন্তের স্বার্থে ১৪-৩-২১ তারিখে উভয় পক্ষকে তার অফিসে ডাকেন। এদিন তাবাচ্ছুম সুইটি তার সাক্ষীদের নিয়ে সমাজসেবা অফিস আসলেও শাকিব খান আসেননি। কিন্তু তাবাচ্ছুমসহ সাক্ষীদের কাছ থেকে কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ করেন। দুই দিন পর ওই কর্মকর্তা প্রতিবেদন দাখিলের জন‍্য তাবাচ্ছুম এর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় আসামি শাকিব খানের সাথে যোগাযোগ করে ৫০ হাজার টাকা নিয়ে তার পক্ষে ঢালাও প্রতিবেদন আদালতে দাখিল করেছেন কর্মকর্তা রোকনুজ্জামান। শুধু এই নয় ওই কর্মকর্তা সরেজমিনে না যেয়ে ধর্ষণকারী কে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করে একটি দায়সারা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। এ ঘটনায় তাবাচ্ছুম সুইটি সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান এর বিরুদ্ধে জেলা সমাজসেবা অফিস গত ২৫-৪-২১ তারিখে একটা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান এর সাথে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, আমি সঠিকভাবে তদন্ত করে যা পেয়েছি সেটি আদালতে দাখিল করা হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগ সঠিক নয়।


আপনার মূল্যবান মতামত দিন: