যশোরে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে বারিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৫:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৫:০৩

ছবি সমসাময়িক
  রাশেদ আলী, মনিরামপির(যশোর) প্রতিনিধি।। শিশুটি বলল,"দাদা আমার প্যান্ট খুলে দাদার লুঙ্গি খুলে আমাকে জোর করে। যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের ধনাঢ্য আব্দুল বারিক গত পরশু সকালে প্রতিবেশী এক শিশু মেয়েকে ঘরের ভিতরে নিয়ে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে মনিরামপুর থানা পুলিশ মামলা রেকর্ড করে। মামলা নম্বর ১৫। আজ ২৮ এপ্রিল ওই ভিকটিমকে পুলিশ আদালতে পাঠায়। আদালতে ওই শিশুটি জবানবন্দিতে বলেছে বারিক দাদা আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে প্যান্ট খুলে দাদার লুঙ্গি খুলে আমাকে জোর করে।


আপনার মূল্যবান মতামত দিন: