পাইকগাছায় স্ত্রীকে হত্যা করে শালিকাকে ধর্ষণ: দুলাভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১ ০৪:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১ ০৪:৪৮

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার পাইকগাছায় শালিকাকে শ্বশুর বাড়ী পৌছে দেয়ার নাম করে মাইক্রোবাসে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করার অভিযোগে দুলাভাইকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। মেয়ের বাবা মোঃ রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ধর্ষনের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারন করে ব্লাক মেইল করছে আমার মেয়েকে।এদিকে গত ১৮ জানুয়ারী পরিকল্পিত ভাবে স্ত্রীকে হত্যা করে। অতঃপর পুকুরে ফেলে দিয়ে ডুবে মরছে বলে প্রচার করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে।অভিযোগ সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার কালুয়া গ্রামের কামরুল ইসলাম সরদারের ছেলে মশিউর রহমানের সাথে একই এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোকাইয়া ছিদ্দিকা রানীমার সাথে ৭ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে ৪ বছরের একটা ছেলে সন্তান আছে। সংসারে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া, বিরোধ লেগেেই থাকতো বলে রানীমার পিতা রফিকুল ইসলাম জানান। গত ১৮ জানুয়ারী ২০২১ইং রাত আনুমানিক ২ টার দিকে স্বামী মশিয়ার স্ত্রী রানীমাকে নিয়ে প্রকৃতির ডাকে বাইরে যায়। রফিকুল যায় বাথরমে ও রানীমা ওজু করতে নামে পুকুরে। কিছুক্ষণ পরে রফিকুল বাইরে এসে দেখে তার স্ত্রী পুকুরে ভাসছে। চীৎকার করে লোকজন জরো করে। এমনকি এভাবেই ধামাচাপা পড়তে থাকে মুল কাহিনী। বড় মেয়ে মারা যাওয়ায় শোকাহত বাবার বাড়ীতে ছোট মেয়ে শ্বশুর বাড়ী থে্কে প্রায় বেড়াতে আসে। ঘটনার দিন ১১এপ্রিল মশিউর শালিকাকে বাড়ীতে পৌছে দেয়ার কথা বলে ইজি বাইকে উপজেলার কৈয়াসিটিবুনিয়ায় নামে।সেখান থেকে মাইক্রো যোগে কাটাবুনিয়া নামক স্থানে নিয়ে ধর্ষন করে বলে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করে। পাইকগাছা থানার কর্তব্যরত এস আই শহীদ ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। এদিকে এঘটনার পর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোয়াল ডাংগা গ্রামের রেফাত গাজী স্ত্রীকে বুধবার তালাক পাঠিয়েছে বলে স্ত্রী জানায়। পাইকগাছা থানার সুদক্ষ ওসি (তদন্ত) মোল্যা খালিদ হোসেন জানান, ঘটনাটি দুঃখ জনক।আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনে প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: