মণিরামপুর মাসের পর মাস বাড়ি বসেই করেন সরকারি চাকরি- পিয়ন আতিয়ার রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১ ০৭:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১ ০৭:৪৮

ছবি সমসাময়িক
  মণিরামপুর প্রতিনিধি।। মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন মোঃআতিয়ার রহমান। তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী অভিযোগ এনে ভূমি অফিসে নিয়মিত জমাচ্ছেন ভিড়। পেশায় সরকারি পিয়ন হলেও জমিজমা সংক্রান্ত কাগজপত্রের জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে তিনি এখন গা ঢাকা দিয়েছেন। পিয়ন আতিয়ার রহমান অধিকাংশ সময় বাড়ি বসেই ছুটি ছাড়াই মাসের পর মাস করেন সরকারি ভূমি অফিসের পিয়নের চাকরি। নিজস্ব ক্ষমতাবলের কৌশলে তোলেন বেতন ভাতা। চাকরির সুবাদে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনসাধারণের কাছ থেকে কাগজপত্র সংক্রান্ত ব্যাপারে দূর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে কাজ করার কথা বলে হাতিয়েছেন নগদ টাকা। ইউনিয়নের পাড়দিয়ার রাখালের কাছ থেকে ৭,৩০০ টাকা,রামনগর গ্রামের আতিয়ার রহমানের কাছ থেকে ১৪.৫০০ টাকা,শ্যামকুড় গ্রামের একজনের কাছ থেকে ২৫০০ টাকা সহ বিভিন্ন গ্রামের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে দিয়েছেন গা ঢাকা। গত ১১ই এপ্রিল ইউনিয়ন ভূমি অফিসে সরজমিনে হাজির হলে,, উক্ত কার্যালয়ের অন্য আরেক মহিলা কর্মচারী বলেন,মিজানুর রহমান অফিসে আসেন ওনার ইচ্ছামতো, কখন আসে কখন যায় তার কোন ঠিক নেই, ওনার মনে চাইলে অফিসে আসে অবার কখন যে চলে যায় তা বোঝা যায় না। সহকারী ভূমি কর্মকর্তা(নায়েব) মোঃ মিজানুর রহমানের কাছে অভিযোগের বিভিন্ন প্রশ্ন করা হলে ওনি বলেন আপনারা সবই তো জানেন আমি আর কি বলবো,এবং বাকি প্রশ্নে ওনি কোন কথাই বলেন নি৷ আতিয়ার রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে সাময়িক যোগাযোগ হলে ওনি ছুটির বিষয়ে বলেন শারিরীক অসুস্থতার কারনে অনেকদিন অফিসে যান নি। পরদিন অফিসে আসার কথা থাকলেও তাকে সারাদিনে অফিসে পাওয়া যায় নি, তার ব্যাক্তিগত নামবারটিও বন্ধ ছিলো। বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পলাশ কুমার দেবনাথ বলেন ঘটনা সত্য, আমি অভিযোগ পেয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহন করায় এখন সে নিয়মিত অফিস করছে। তবে লকডাইনে আপাততঃ বন্ধ আছে অফিস।


আপনার মূল্যবান মতামত দিন: