
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), খুলনা এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৮/০৪/২০২১ইং তারিখ ০৩.৪০ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন আরাজি ডুমুরিয়া সাকিনে জনৈক হাফেজ মোস্তফার বাড়ীর পাশের্^ উপস্থিত হয়ে আসামি ১। আরিফুল শেখ (৩০), পিতা- মুনছুর রহমান শেখ, মাতা-সালেহা বেগম, সাং-আরাজি ডুমুরিয়া, থানা- ডুমুরিয়া, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ০১ (এক)টি সাদা রঙের পলিথিনের প্যাকেটের ভিতর বাঁশপাতার কাগজে মোড়ানো অবস্থায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ১৮/০৪/২০২১ ইং তারিখ ০৩.৫৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ এক বা একাধিক মামলা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: