পাইকগাছার গদাইপুরে লিনা জুয়েলার্সে চুরির ঘটনায় আটক- ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১ ১২:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১ ১২:০৫

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার পাইকগাছার গদাইপুরে লিনা জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। আটককৃতরা হলেন,পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের কাবুল গাজীর ছেলে আলমগীর গাজী (৩০), আমীর আলী গাজীর ছেলে খায়রুল গাজী (২৫) ও শহিদুল গাজীর ছেলে রুবেল গাজী (২২)। শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে পাইকগাছা থানা পুলিশ গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ২০২১ইং শুক্রবার সন্ধ্যা ৭টা হতে ১০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ছয় ঘটিকার মধ্যে যেকোন সময় এ চুরি সংগঠিত হয় বলে পুলিশ রিপোর্টে দেখা যায়। গদাইপুরের লিনা জুয়েলার্সের তালা ভেঙ্গে নগদ ১৬ হাজার ৭শ টাকা, ৭ আনা ওজনের একটি সোনার চেন, ৩ আনা ওজনের কানের দুল এবং ২ আনা ওজনের সোনা ও ৮৫ ভরি রূপা চুরি করে বলে মামলা উল্লেখ করা হয়েছে।পাইকগাছা থানার সুদক্ষ অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে জিজ্ঞাসাবাদ করে আইনী প্রক্রিয়ায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: