অভয়নগরে মদের ভাটি ও ভ্রাম্যমান মদ বিক্রেতার সংখ্যা বাড়ছে দিন দিন: নিরব প্রশাসন 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ১০:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ১০:১২

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজার এলাকার বিভিন্ন স্থানে মদের ভাটির পাশাপাশি বেড়েছে ভ্রাম্যমান মদ বিক্রেতা। প্রায়স র‌্যাবের অভিযানে বিপুল পরিমানে চুলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও কিছুদিন পর জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় শুরু করে তাদের অবৈধ কার্যক্রম। নওয়াপাড়া বাজার এলাকা ঘুরে দেখা যায়, মাছবাজারের পাশে সমিল, সুপারি হাটা, গুড়হাটা, নুরবাগ পালহাটা, ফেরিঘাট এলাকায় ৬- ৭ টা মদের ভাটির পাশাপাশি বাজার এলাকায় মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করে দিদারছে বিক্রি হচ্ছে চুলাই মদ যার নেই কোন সরকার প্রদত্ত অনুমোদন। নাম প্রকাশে অনিচ্ছুক ভাটিখানার পাশ্ববর্তী ব্যবসায়ীরা বলেন, এ সমস্ত ভাটি খানা ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের কারনে বাজার এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি বাড়ছে সহিংসতা। ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদকের টাকার জোগান দিতে গিয়ে যুবসমাজ জড়িয়ে পরছে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে। তারা আরও জানান, মাঝেমধ্যেই র‌্যাব অভিযান পরিচালনা করে থাকলেও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নেই কোন মাথা ব্যাথা। অভয়নগর থানা পুলিশ এ যাবতকাল অসংখ্য মাদক সেবীকে গ্রেফতার করে ডোপ টেস্টের মাধ্যমে অদালতে সোপর্দ করলেও কোন বিক্রেতাকে গ্রেফতারের খবর বিরল। অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় বিক্রেতারা। আমরা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানালেও কোন সুফল পাইনি।অভিযোগ আছে প্রশাসনের একটি মহলকে মোটা অংকের মাসয়ারা দিয়েই চলছে রমরমা মাদক ব্যবসা। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, আমি অভয়নগরে সদ্য যোগদান করে ইতিমধ্যেই থানা এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুক করেছি। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: