পাইকগাছায় অপহরণ হ‌ওয়া নাবালক পুত্র উদ্ধার, আটক- ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ০৮:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ০৮:২২

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  মোঃ মানছুর রহমান জাহিদ।। পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অপহরণ হ‌ওয়া নাবালক নুর( ৫ ) পুত্রকে নিজ জিম্মায় নিলেন পিতা সাকিউর জামান বাবলু।জানাযায়, উপজেলার লক্ষীখোলা গ্রামের গফফার কাগুজির পুত্র সাকিউর জামান বাবলু, পাইকগাছা থানার এক‌ই গ্রামের, দেলোয়ার তরফদারের পুত্র রাজু ও সাকিউর জামানের স্ত্রী লিপি, তার নাবালক পুত্র নুর কে অপহরণ করে।তাই তিনি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার নং১৩ তাং ১০/০৩/২০২১ইং । উক্ত মামলার পর থানার ওসি এজাজ শফীর নেতৃত্বে তদন্ত কর্মকর্তা মুনতাসির মাহমুদ অভিজান চালিয়ে মামলার ১৯ দিনের মধ্যে বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে ভিকটিম নুর কে উদ্ধার ও আসামি দুজনকে আটক করে আদালতে প্রেরণ করেন। আদালতে মামলার ঘটনা সত্য মর্মে ভিকটিম জবানবন্দিদেন। অতঃপর আইনজীবী এফ এম এ রাজ্জাকের আইনী সহযোগিতায় নাবালক পুত্রকে তার পিতা জিম্মায় নিয়েছেন। আসামি দুজনকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: