
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনার পাইকগাছায় ইউপি সদস্য আবুল কাসেম সরদারকে দুর্র্বৃত্তরা রাতের আধারে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। সে উপজেলার সোলাদানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার রাত পৌনে ২ টায় ঘটনাটি ঘটে। রাতেই তাকে পাইকগাছা স্বাস্থ কমপ্লেে ভর্তি করা হয়। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সোমবার রাতে উপজেলার ভিলেজ পাইকগাছার মৃত আবু তালেব সরদারের ছেলে ইউপি সদস্য আবুল কাসেম সরদার (৪৫) ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনী ফরম পুরন ও অন্যান্য কাজ সেরে ঘুমাতে যাচ্ছিলো। তখন রাত পৌনে ২ টা। বাইরে থেকে বারান্দায় উঠার মুহুর্তে দর্বৃত্তরা তাকে দা দিয়ে পিছন দিক থেকে মাথায় কোপ মারে। এসময় সে মাটিতে পড়লে পিঠের উপর এলোপাতাড়িভাবে কয়েকটি কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। ঘটনার সময় সেখানে দুজন অপরিচিত ছিল। তার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাথে সাথে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান সে শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। থানায় কাসেম বাদী হয়ে অজ্ঞাত নামে অভিযোগ দিয়েছেন। মেম্বারের কলেজ পড়ূয়া মেয়ে লামিহা জানান, নিবৃাচনীয় কারনে প্রতিপক্ষরা কেউ এঘটনা ঘটাতে পারে। এলাকার একটি দুষ্টচক্র আমার আব্বুর সাথে শত্রুতা করে আসছে। তারা এ ঘটনা ঘটাতে পারে। ওসি এজাজ শফী জানান, বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমার সময়ে অপরাধ করে কেউ পার পায়নি এটাও পাবে না।

আপনার মূল্যবান মতামত দিন: