অভয়নগরে ২য় কন্যা জন্ম দেয়ায় স্ত্রীর উপর অত্যাচার: আদালতে পৃথক দুটি মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মার্চ ২০২১ ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২১ ১৬:৩৮

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  কে.এম আলী -বিশেষ প্রতিনিধি।। আভয়নগরে ২য় কন্যা জন্ম দেয়ায় স্ত্রীর উপর অত্যাচার ও যৌতুক দাবির ঘটনায় যশোরের চেঙ্গুটিয়া শিবানন্দপুরের মৃত সয়েদ আলী সরদারের পুত্র মোঃ সেকেন্দার, মোঃ জুলফিক্কার, জুলফিক্কারের স্ত্রী হাজেরা বেগম কে আসামী করে অপর মামলায় স্বামী সেকেন্দার সরদারকে আসামী করে ১০ মার্চ (বুধবার) বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়নগর আমলী আদালত, যশোরের বিচারক মাহাদী হাসানের আদালতে পৃথক দুটি মামলা করেছে স্ত্রী যুথি বেগম। মামলা সূত্রে জানা যায়, আসামী সেকেন্দারের সাথে অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের হাসান শেখের কন্যা যুথির দির্ঘ ৫/৬ বছর পুর্বে বিবাহ হয় এসময় কন্যার পরিবারের পক্ষ থেকে তিন লক্ষ টাকার নিত্য প্রয়োজনি আসবাবপত্র ও সাংসারে প্রয়োজন বিভিন্ন জিনিস পএ দেওয়া হয় কিছুদিন পরে তাদের ১ম সন্তান জন্ম নিলে যৌতুকলোভীরা যৌতুক দাবী করতে শুরু করে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রীকে তালাক দিয়ে তার পিতৃগৃহে পাঠিয়ে দেয় এর কিছুদিন পরে ৬ মার্চ ২০১৯ ইং স্থানীয়ভাবে সালিশ বৈঠকে দুই লক্ষ টাকা কাবিনে তাদের পুনরায় বিবাহ হলে তারা সংসার করতে থাকে এবং ২য় কন্যা সন্তান জন্ম দিলে পরিবারের অন্য সদস্যের প্ররোচনায় ৫ মার্চ যৌতুকের দাবীতে মারপিট করে এক কাপরে বাড়ি থেকে বেড় করে দেয়, বিষয়টি যুথি তার বাবাকে খুলে বললে সে স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টায় ব্যর্থ হলে যুথি আদালতে গিয়ে নিজে বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা ও পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ ও বিধিমালা ২০১৩ এর ১৩/১৪/১৫/১৬ ধারায় পৃথক দুটি মামলা করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারী করেন। বর্তমানে যুথি তার দু কন্যা সন্তান নিয়ে মানবেতার জীবন যাপন করছে বলে জানা যায়।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: