পাইকগাছায় একাধিক মামলার আসামী হালিম শিকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ০১:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ০১:২১

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে গড়ইখালীর সন্ত্রাসী হালিম শিকারিকে আটক করেছে। রবিবার সকালে উপজেলার শান্তা বাজার থেকে তাকে আটক করা হয়েছে। সে হোগলার চক গ্রামের আকবর শিকারীর ছেলে। এলাকা বাসি জানিয়েছে সে দীর্ঘদিন ধরে কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে টাকা দাবী করে আসছিলো। এ নিয়ে শত শত এলাকা বাসি গন সাক্ষরিত একটি অভিযোগ পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফীর নিকট দেয়। ওসি এজাজ শফী তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়ায় শান্তা বাজার থেকে হালিম শিকারীকে রবিবার সকালে এসআই অভিজিত বিশ্বাস হালিমকে আটক করেন। গত কয়েকদিন পুর্বে গড়ইখালী এলাকার বিক্ষুব্দ এলাকাবাসী হালিম শিকারীর অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে থানায় গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ করে। এ সময় এলাকাবাসী থানায় সমবেত হন। ওই সময় ওসি এজাজ শফি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আটক হালিম শিকারীকে আদালতে প্রেরন করা হয়েছে এবং, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতিরপ্রস্তুতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: