
কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।।
যশোর অভয়নগরের ধোপাদি গ্রামের একটি বাগান থেকে গাছের সাথে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবক (৪৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ৩ মার্চ (বুধবার) সকাল ১০.০০ টার কবিরাজপাড়া এলাকায় গাছে বাঁধা ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাস উদ্দার করে।
তাদের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জোর তদন্ত চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: