
কে. এম আলী (বিশেষ প্রতিনিধি)।।
যশোরের শার্শা থানা এলাকা থেকে ১২৫ পিস ইয়াবা-সহ মোঃ আলমগীর হোসেন আলম(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
গ্রেফতারকৃত আসামী শার্শা থানার সম্বন্ধকাঠি এলাকার
মৃত নূর আলী দফাদারের পুএ।
র্যাব-৬,(স্পেশাল কোম্পানী) খুলনা জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোর জেলার শার্শা থানাধীন সম্বন্ধকাঠি গ্রামস্থ ক্লাবপাড়া জনৈক গোলাম হোসেন দফাদার এর বাড়ির উত্তর পাশে আমবাগনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।এরুপ সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারু (বুধবার) দুপুর ১. ৪৫ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলমকে
১২৫ (একশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন: