পাইকগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ এক নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২০

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিল সহ মোছাঃ রহিমা বেগম (৩৪)নামে এক নারীকে গ্রেফতার করেছে। সে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মোঃ মন্টু শেখের স্ত্রী। এই ব্যবসার সাথে জড়িত বা অাশ্রায় দাতাকে খুঁজছে পাইকগাছা থানা পুলিশ।পাইকগাছা থানায় মাদকদ্রব্য অাইনে স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে। মামলা সুত্র জানা যায়, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত্যু হাতেম শেখের ছেলে মোঃ মন্টু শেখ(৪৫) দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ কেনাবেচা করে করে অাসছিলো। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফী'র নেতৃত্বে পাইকগাছা থানা পুলিশের এস অাই তাকবীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্ততে বুধবার রাত ১০ টার দিকে শিফসা ব্রিজ সংলগ্ন ভিলেজ পাইকগাছা গ্রামের মন্টু শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্টু শেখ পালিয়ে যায় এবং তার স্ত্রী রহিমা বেগম পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার কৃত অাসামীর দেখানো মতে তাদের বসত ঘরের বারান্দায় সাদা ককসিটের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রেখে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন অাইন ৩৬( ১) ধারা সরণীর ১৪(খ) অপরাধ করায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফী বলেন মাদকের ব্যাপারে কাওকে ছাড় দেয়া হবেনা এবং সেল্টার দাতাদের খুজে বেরকরা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: