
কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।।অভয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি’র অঙ্গ সংগঠনের তিন নেতা প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়।
জানা যায়,৩০ জানুয়ারী (শনিবার) রাত ১০.০০ টার সময় নওয়াপাড়া গুড়হাটা কাঁচা বাজার এলাকায় সাংগঠনিক কাজে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলেন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে অভয়নগর থানা ও পৌর ছাত্র দলের পদ বঞ্চিত নেতা কর্মীদের সাথে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত পদ বঞ্চিত ছাত্র দল নেতা কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পৌর ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল(২৪), পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আলম মোল্যা(৩৫), যুবদল নেতা রফিকুল ইসলাম(৩৯) কে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম ও বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে অপমান অপদস্থ করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই সুইটি সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: