বেনাপোলে ভূয়া সিআইডি অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১ ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১ ১৭:৪৯

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে মনির হোসেন (প্রকৃত নাম রিন্টু মিত্র) নামে এক ভূয়া সিআইডি অফিসারকে আটক করেছে পুলিশ। ২০ জানুয়ারি বুধবার দুপুরে তাকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটক রিন্টু মিত্র ইমিগ্রেশন এলাকায় এসে কাস্টম’স অফিসারকে ধমকিয়ে জনৈক বাংলাদেশী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তার কাছ থেকে কত টাকা নিয়েছে জানতে চায়। কাস্টম’স অফিসার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয় । এ সময় তার আচার ব্যবহার সন্দেহ হলে তিনি ইমিগ্রেশন পুলিশকে ডেকে পরিচয় পত্র পরীক্ষা করলে তা ভূয়া বলে প্রমানিত হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা গুলশান-২, বাড়ি নং ৬৩ আনোয়ারা মঞ্জিল এলাকার বাসিন্দা বলে পুলিশ কে জানান। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে তিনি সাতক্ষীরা সদর থানা এলাকার দেব প্রসাদ মিত্রের পুত্র এবং প্রকৃত নাম রিন্টু। এ বিষয়ে জানতে চাইলে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন বলেন, রিন্টু মিত্র নামে একজনকে গ্রেফতারের বিষয় শুনেছি, তাকে এখনও থানায় সোপর্দ করে নাই। কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে আমার জানা নাই । তবে আসামির নামে সাতক্ষীরা থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: