রাজগঞ্জের কসাই আনিচুরের ছেলে কতৃক গর্ভবতী নারীকে মধ্যযুগীয় নির্যাতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ১১:৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ১১:৩৯

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  আনোয়ার পারভেজ অনুজ।। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন মনোহরপুর গ্রামে রাবেয়া খাতুন নামে এক গববতী নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে গর্ভের ৬ মাসের শিশু ও ওই নারীর অবস্থা গুরুতর। ৮ ই জানুয়ারী শুক্রবার বিকাল তিনটায় ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাবেয়া খাতুকে কসাই আনিচুর ও আফজাল মাষ্টারের ইন্ধনে আনিচুরের ছেলে রফিকুল ওই বর্বরতা চালায়। রফিকুল ও কয়েকজনে রাবেয়ার পেটে লাথি মারা সহ বাশের চটা দিয়ে মারতে থাকলে সেখানেই রাবেয়া মাঠিতে লুটিয়ে পড়লেও মারা বন্ধ না করে পরিবারের অন্য সদস্যদের গালিগালাজ করতে থাকে। গুরুতর আহতাবস্থায় রাবেয়াকে তার স্বামী তরিকুল মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করেন। স্থানীয়রা জানান, রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফজালের জমি থেকে রাবেয়া খাতুনের ছাগলে ঘাস খাওয়ার অপরাধে এমন বর্বর নির্যাতন চালানো হয়। এদিকে, ঘটনা চাপা দিতে পুলিশের নামে বিপুল পরিমান টাকা হাত বদলের খবর লোকমুখে প্রচার হচ্ছে। এখনো পুলিশ বিষয়টি জানেনা বলে থানার ওসি এবং রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দাবি করেছে।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: