খুলনার ফুলতলায় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১ ১০:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১ ১০:৪৫

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ) বিভাগীয় প্রধান, খুলনা।। খুলনার ফুলতলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে গত বৃহস্পতিবার রাত 9টার দিকে খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ গোপাল চন্দ্র রায়ের নেতৃত্বে এস আই ইন্দ্রজিৎ মল্লিক ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তহিবুর সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন এলাকার খানজাহান আলী থানার পড়িয়ার ডাঙ্গা গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে গোয়েন্দা পুলিশের এস আই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে ফুলতলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: