প্রতারণার অভিযোগে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮

ছবি সমসাময়িক
  ধামরাই প্রতিনিধি।। ঢাকার ধামরাইয়ে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন খান (৬০) ডিলারশীপ ব্যবসায়ী। টি.সি.বি’র ডিলারশীপ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে উপজেলার ভাড়ারিয়া এলাকার মৃত হাজী মুন্তাজ উদ্দিনের ছেলে মোরছালিনের কাছ থেকে ১৩লক্ষ্য টাকা হাতিয়ে নেয় প্রত্যারক মহসিন। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মোরসালিন ধামরাই থানায় বাদী হয়ে অভিযোগ করেন। অভিযোগ প্রেক্ষিতে পরিদর্শক রাসেল মোল্লার নেতৃত্বে বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ধামরাই পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টার এলাকা থেকে প্রত্যারক মহসিনকে আটক করেন। এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়ে আমতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যারক মহসিন খানকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা (মামলা নং-২০) দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: