
বিশেষ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জমতৈল ইউনিয়নের দশসিকা গ্রামের আবু সাঈদের ১৬ বছর বয়সি ছেলে ইমন একই গ্রামের সম্পর্কে চাচা আব্দুল কাদেরের মাত্র ১৩ বছর বয়সী মেয়ে রিয়াকে নিয়ে ৯ দিন ধরে উধাও খোঁজ মেলেনি এখনো।
ইমনের পরিবার থেকে জানানো হয় গত (২৪ নভেম্বর) ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি পরবর্তীতে জানতে পারি পাশের বাড়ির রিয়াকে নিয়ে আমার ছেলে পালিয়েছে। এখন পর্যন্ত আমার ছেলের কোন খোজ খবর পায়নি। রিয়ার পরিবার থেকে শুনতে পারছি তার আত্মীয় বাড়িতে নাকি আমার ছেলেকে বিয়ে পড়িয়ে ওখানে রেখেছে।
রিয়ার পরিবার থেকে জানানো হয়, এত দিন হয়ে গেল কিন্তু আমার মেয়ের সাথে কোন যোগাযোগ করতে পারছি না। কোথায় আছে কি করছে সেটাও জানি না। আমার এই ছোট্ট মেয়েটিকে ভাগিয়ে নিয়ে গেছে ওই ইমন ওর এখন বিয়ের বয়স হয়নি।
বিষয়টি নিয়ে এলাকার ইউপি সদস্য মোঃ ছাদেকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই বিষয়টি নিয়ে দুইপক্ষের কেউ এখন পর্যন্ত আমাকে জানায়নি লোকের মুখে শুধু ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নিয়ে আমার কাছে এসেছিল কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নিব।

আপনার মূল্যবান মতামত দিন: