মনিরামপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামী আসাদুল ইসলামের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ১২:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ১২:৫০

ছবি সমসাময়িক
  মনিরামপুর প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রীর ওপর অভিমানে আসাদুল ইসলাম নামে এক ট্রাক চালক স্বামী গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের মামা আকছেদ আলী বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেন। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, উপজেলার হরিহরনগর গ্রামের সাঈদ আলী বিশ্বাসের ছেলে ট্রাক চালক আসাদুল ইসলাম(৩৫) স্ত্রী এবং দুই সন্তান নিয়ে পার্শ্ববর্তি ঝিকরগাছা পৌরশহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক কলহের জের ধরে রোববার বিকেলে স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সন্ধ্যারদিকে দুই ছেলে-মেয়েকে সাথে নিয়ে আসাদুল হরিহরনগরে পিতার বাড়িতে চলে আসেন। কিন্তু‘ এ ব্যাপারে জানতে আসাদুলের স্ত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের লোকজন জানান, রাত আটটার দিকে আসাদুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার ভোরবেলা ¯’স্থানীয়রা বাড়িরপাশে একটি কাঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরন করে। মনিরামপুর থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মামা আকছেদ আলী বাদি হয়ে অপমৃত্যু মামলা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: