
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।কেশবপুর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ গাঁজা চাষিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে শনিবার রাতে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট গ্রামের উত্তরপাড়ায় সামছুর রহমান সরদারের ছেলে আব্দুল হালিমের মৎস্য ঘেরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আব্দুল হালিমকে গ্রেফতার করে। আব্দুল হালিম জনৈক ব্যক্তির মৎস্য ঘের ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষের আড়ালে ওই মৎস্য ঘেরের ভেড়িতে গাঁজার চাষ করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হালিমকে গ্রেফতার করে এবং তার মৎস্য ঘেরের ভেড়ি থেকে ১৩ ও ১০ ফুট লম্বা ২ টি গাঁজার গাছ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গাঁজার গাছসহ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন: