
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।
মনিরামপুরের পল্লীতে ঘরজামাই মোমিনুর ও তার বন্ধু বাবুর বিরুদ্ধে ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা করা হয়েছে। কিশোরীর খালা বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে কিশোরীকে উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। তবে পুলিশ দুই ধর্ষককে এখনও আটক করতে পারেনি। ধর্ষকদ্বয় হলো উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের ঘরজামাই মোমিনুর রহমান(৩২) এবং আজিজুর রহমানের ছেলে বাবু হোসেন(৩০)।
মনিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এড়েন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক ইটভাটা শ্রমিকের কিশোরী মেয়ে সোমবার বিকেলে বাড়ি থেকে যশোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যারপর পথিমধ্যে কিশোরীর সাথে দেখা হয় ওই গ্রামের ঘরজামাই মোমিনুর ও বাবুর সাথে। এসময় মোমিনুর ও বাবু তাকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে এড়েন্দা গ্রামের একটি কলাবাগানে নিয়ে ওড়ানা দিয়ে কিশোরীর হাত-পা এবং মুখ বেঁধে দুজনে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। রাতে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার খালার কাছে ঘটনার বর্ননা দেয়।এ ঘটনায় কিশোরীর অভিভাবকরা বুধবার যান যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করতে। কিন্তু ঘটনাস্থল মনিরামপুর হওয়ায় কোতয়ালী থানা পুলিশ বিষয়টি মনিরামপুর থানা পুলিশকে অবহিত করেন।
ওই রাতেই মনিরামপুর থানা পুলিশ কোতয়ালী থানা থেকে কিশোরীকে উদ্ধার করেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরীর খালা বাদি হয়ে ঘরজামাই মোমিনুর ও বাবুর বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন।পুলিশ ইতিমধ্যে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। তবে পুলিশ এখনও ধর্ষকদের আটক করতে পারেনি। ওসি(সার্বিক)রফিকুল ইসলাম জানান, মামলার পর আসামিদ্বয়কে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: