মৌলভীবাজারে এসিল্যান্ড নাসরিন চৌধুরীর ওপর হামলা গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০ ০২:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০ ০২:১৪

ছবি সমসাময়িক
  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)। গতকাল সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় খাসজমি দখলকারীরাই এ হামলা চালায়। এ সময় প্রকল্পের সাইনবোর্ড ও এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর করে তারা। এতে পুলিশ সদস্য ও এসিল্যান্ডের গাড়িচালকসহ চারজন আহত হন। স্থানীয়রা জানান, দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ‘আশ্রয়ণ-২’ এর ৮৫টি ঘর নির্মাণ করতে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ শাখার উদ্যোগে রাজকান্দি গ্রামে ১০০ শতক খাসজমিতে ১৫টি প্রধানমন্ত্রীর ঘর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। গতকাল দুপুরে ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করার প্রস্তুতি নেওয়া হয়। এদিন সকালে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের লোকজন নামফলক স্থাপন করতে গেলে বাধা প্রদান করে দখলদার দাবি করা কিছু স্থানীয় লোক। উত্তেজনার এক পর্যায়ে অতর্কিতভাবে দা-লাঠি নিয়ে সহকারী কমিশনার ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বেশ কিছু নারী-পুরুষ। এ সময় এসিল্যান্ড দ্রুত চলে যেতে চাইলে হামলাকারীরা তার গাড়িতে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। এতে গাড়িচালক হাসান মিয়া (২৫), মহিলা পুলিশ সদস্য সেলিনা আক্তার (২৩), স্থানীয় জয়বান বেগমসহ (৪৪) চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে দুপুরের দিকে সংসদ সদস্য মো. আব্দুস শহীদ অনুষ্ঠানস্থলে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ করা হচ্ছে। কাউকে উচ্ছেদ করে নয়। একটি মহলের ইন্ধনে এ ঘটনা ঘটেছে। সরকারি কাজে বাধা ও আহত করার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে। স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুস শহীদ বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’


আপনার মূল্যবান মতামত দিন: