
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। মনিরামপুরের পল্লীতে পৃথক দুই স্থানে দুইজন গৃহবধু আত্মহত্যা করেছেন। এরা হলো উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের আমজাদ মোল্যার স্ত্রী শাহিদা বেগম(৬০) এবং শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের ভ্যান চালক আবু মুছা সরদারের স্ত্রী পান্না বেগম(৪৫)। এর মধ্যে শাহিদা বেগম পেটের ব্যাথা সইতে না পেরে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেচিয়ে এবং পান্না বেগম দীর্ঘদিন অসুস্থ্যতার কারনে হাতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে তাদের পরিবারবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেন।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, শ্যামকুড় গ্রামের ভ্যান চালক আবু মুছা সরদারের স্ত্রী চার সন্তানের জননী পান্না বেগম(৪৫) দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ্য না হওয়ায় তিনি চরম হাতাশায় ভূগছিলেন। সোমবার সকাল ১১ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।এ ব্যাপারে পান্না বেগমের ভাসুর লতিফ সরদার থানায় একটি অপমৃত্যু মামলা করেন। অপরদিকে ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার জানান, লাউকুন্ডা গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের স্ত্রী দীর্ঘদিন ধরে গ্যাষ্ট্রিক আলসারে ভূগছিলেন। পেটে ব্যাথা সইতে না পেরে রোববার গভীর রাতে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেচিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় শাহিদা বেগমের ছেলে সাইফুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ওসি(তদন্ত) পরিবার দুটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: