
মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে সন্ত্রাসীদের হামলায় দুই ভাই আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভবানিপুর গ্রামের মোড়ে সড়কে গরু বাঁধেন এক গৃহবধূ। ওই গ্রামের যুবক সুমন হোসেন ভ্যানে চড়ে যাওয়ার সময় গরুর দড়িতে বেধে ভ্যানটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ নিয়ে সুমনের সাথে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাসান আলীর ছেলে জিহাদ ওই গৃহবধূর পক্ষ নিয়ে সুমনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদ এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এতে হোসেন আলী ও তার ভাই নুর মোহাম্মদ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় আহতদের পিতা আব্দুল মতিন মোল্লা শনিবার রাতে থানায় জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: