
যশোর জেলার পৌর হকার্স মার্কেট থেকে হকারের ছদ্মবেশে থাকা আসামিকে অভিনব কায়দায় গ্রেপ্তার করেন মাগুরার শালিখা থানার এএসআই লিটনের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত আসামী আলম শেখ (৩৬) মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা (মধ্যপাড়া) গ্রামের নওশের আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আলম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলম শেখ ৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর আজ ২৭ (মার্চ) বুধবার গ্রেফতার করা হয়।
সংবাদ মাধ্যমকে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ বছর আত্মগোপনে থাকা আলম শেখ নামের আসামিকে গ্রেফতার মধ্যদিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: