কেশবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভবনে চুরি

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ০২:২১

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ০২:২১

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভবনের জানালার গ্রিলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার রাতে ওই ভবনে চুরির ঘটনা ঘটে। বুধবার দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা কেশবপুর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে পানির মোটর, ৫০টি চেয়ার ও জানালার দুটি গ্রিল চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে। #




আপনার মূল্যবান মতামত দিন: